জীবনবিজ্ঞান MCQ – সেট ১
Biology – MCQ – Set 1
১. জৈবিক ঘড়ি হিসাবে কাজ করে যে অন্ত: স্র্রাবী গ্রন্থি তা হল
Ⓐ পিনিয়াল গ্রন্থি
Ⓑ অ্যাড্রেনাল গ্রন্থি
Ⓒ পিটুইটারি গ্রন্থি
Ⓓ থাইমাস
২. Thigmotropism এর ক্ষেত্রে উদ্ভিদ প্রতিক্রিয়া করে কিসের সাথে?
Ⓐ মাধ্যাকর্ষণ
Ⓑ জল
Ⓒ আলো
Ⓓ স্পর্শ
৩. বাজারের গর্ভনিরোধক ঔষধ আসলে
Ⓐ হারবিসাইডস
Ⓑ অ্যান্টিবায়োটিক
Ⓒ স্টেরয়েড-হরমোন
Ⓓ অজৈব যৌগ
৪. নীচের মধ্যে নিউক্লিয়াস ছাড়া উদ্ভিদ কোষটি হলো —
Ⓐ ক্যাম্বিয়াম কোষ (Cambium Cells )
Ⓑ রুট হেয়ার (Root Hairs )
Ⓒ সহকারী কোষ (Companion Cells )
Ⓓ ট্র্যাকিড কোষ (Tracheid Cells )
৫. যে গাছগুলির ফুল হয়না তাদের বলে
Ⓐ Phanerogams
Ⓑ Bryophytes
Ⓒ Thallophytes
Ⓓ Cryptogams
৬. নারকেল এর ভোজ্য অংশ হল:
Ⓐ বীজ
Ⓑ এন্ডোকার্প
Ⓒ এন্ডোস্পার্ম
Ⓓ পেরিকার্প
৭. মধুর গুরুত্বপূর্ণ সুগারটি হলো
Ⓐ ল্যাকটোজ
Ⓑ ফ্রুকটোজ
Ⓒ মলটোজ
Ⓓ সুক্রোজ
৮. স্তন্যপায়ী ভ্রূণ এর রেচন পদার্থ নির্মূল হয় কি দ্বারা
Ⓐ Placenta
Ⓑ Amniotic fluid
Ⓒ Allantois
Ⓓ Ureters
৯. ‘অ্যানোক্সিয়া নাভোসা (Anorexia Nervosa)’ রোগে আক্রান্ত ব্যক্তিরা
Ⓐ পক্ষাঘাত বিকাশ করে
Ⓑ প্রতিবর্তী ক্রিয়া কমে যায়
Ⓒ সঠিকভাবে কথা বলতে পারে না
Ⓓ কম খায় ও ওজন বৃদ্ধিতে ভয় পায়
১০. হাম রোগটির জন্য দায়ী
Ⓐ ব্যাকটেরিয়া
Ⓑ ভাইরাস
Ⓒ প্রোটোজোয়া
Ⓓ কীট (Worms)
To check our latest Posts - Click Here