প্রাচীন ভারতের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর – সেট ৫
Ancient Indian History Questions and Answers in Bengali
প্রাচীন ভারতের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর
দেওয়া রইলো প্রাচীন ভারতের ইতিহাসের ১০টি প্রশ্ন ও উত্তর । প্রাচীন ভারতের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর ।
১. কে হরপ্পা আবিষ্কার করেন?
Ⓐ দয়ারাম সাহানি
Ⓑ আর. ডি. ব্যানার্জী
Ⓒ জেমস প্রিন্সেপ
Ⓓ ভিনসেন্ট স্মিথ
আরও দেখে নাও : ৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস | History Questions and Answers – PDF
২. সিন্ধু ভ্যালির বৃহৎ স্নানাগার পাওয়া যায় কোথায়?
Ⓐ হরপ্পা
Ⓑ মহেঞ্জোদারো
Ⓒ ধোলাভিরা
Ⓓ লোথাল
৩. হরপ্পাতে কতগুলি শস্যাগার পাওয়া গিয়েছিলো?
Ⓐ একটি সারিতে ৫ টি
Ⓑ একটি সারিতে ৬ টি
Ⓒ একটি সারিতে ৮ টি
Ⓓ একটি সারিতে ৭ টি
আরও দেখে নাও : PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর
৪. ধোলাভিরা কোথায় ছিল?
Ⓐ ভারতীয় পাঞ্জাব
Ⓑ সিন্ধু
Ⓒ গুজরাট
Ⓓ উত্তর প্রদেশ
৫. বোনা কাপড়ের একটি টুকরা পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন শহরে?
Ⓐ হরপ্পা
Ⓑ মহেঞ্জোদারো
Ⓒ রংপুর
Ⓓ আলমগীরপুর
আরও দেখে নাও : ৭৫টি সিন্ধু সভ্যতা প্রশ্ন ও উত্তর – হরপ্পা সভ্যতা প্রশ্ন
৬. গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
Ⓐ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓑ চন্দ্রগুপ্ত
Ⓒ সমুদ্রগুপ্ত
Ⓓ শ্রীগুপ্ত
৭. ফাহিয়েন এবং হিউয়েন সাং কার রাজত্ব পরিদর্শন করেন?
Ⓐ চন্দ্রগুপ্ত মৌর্য, হর্ষ যথাক্রমে
Ⓑ হর্ষ, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য যথাক্রমে
Ⓒ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, কৃষ্ণদেব যথাক্রমে
Ⓓ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, হর্ষ যথাক্রমে
৮. নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মেলে না?
Ⓐ কৌটিল্য — অর্থশাস্ত্র
Ⓑ হল — গাথাসপ্তসতী
Ⓒ বাণভট্ট — বুদ্ধচরিত
Ⓓ কালিদাস — অভিজ্ঞান শকুন্তলাম
আরও দেখে নাও : ৩০০০+ ইতিহাসের MCQ একত্রে
৯. দক্ষিণে, অশোক কোন নদী পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন?
Ⓐ কৃষ্ণা
Ⓑ কাবেরী
Ⓒ গোদাবরী
Ⓓ তাপ্তী
১০. কোনটি হর্ষবর্ধনের লেখা নয়?
Ⓐ রত্নাবলী
Ⓑ প্রিয়দর্শিকা
Ⓒ নাগানন্দ
Ⓓ কাদম্বরী
To check our latest Posts - Click Here