Bengali Quiz – Set 52
১. জাহাঙ্গীর কাকে “ইংলিশ খান” উপাধি দিয়েছিলেন?
উত্তর :
উইলিয়াম হকিংস
২. “হরিয়ানার হ্যারিকেন” নামে কোন বিখ্যাত ক্রিকেটার পরিচিত?
উত্তর :
কপিল দেব
৩. “হামরো সিকিম” বলে পার্টিটি সম্প্রতি কে তৈরী করলেন?
উত্তর :
বাইচুং ভুটিয়া
৪. “পুরানা কিলা” কোন ঐতিহাসিক রাজা নির্মাণ করেন?
উত্তর :
শের শাহ সুরি
৫. সুলতান টিপু সুলতানের পুরো নাম কি?
উত্তর :
সুলতান ফতেহ আলী খান
৬. সর্বাপেক্ষা ভারি মৌলিক গ্যাস কোনটি?
উত্তর :
রেডন
৭. কোন রাজ্য সর্বপ্রথম, মহিলা দিবসে মহিলাদের ছুটি ঘোষণা করল?
উত্তর :
তেলেঙ্গানা
৮. লোকসভার সদস্য হতে গেলে নূন্যতম বয়স কত হতে হবে?
উত্তর :
২৫
৯. ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়?
উত্তর :
ভিকাজী রুস্তম কামা
১০. মানবদেহে তাৎক্ষণিক শক্তি যোগায় কোন অঙ্গ?
উত্তর :
যকৃৎ
To check our latest Posts - Click Here