Polity MCQ

রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ৩

Indian Polity – MCQ – Set 3

১. ভারতীয় সংবিধানে শক্তিশালী কেন্দ্র সম্বনিত যুক্তরাষ্ট্রীয় ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে?

a. আমেরিকা যুক্তরাষ্ট্র
b. কানাডা
c. অস্ট্রেলিয়া
d. নিউজিলান্ড

উত্তর :
b. কানাডা

২. সংবিধান রচনাকারীরা নিচের কোনটি U. S. A.  সংবিধান অনুসারে গ্রহণ করেছে?

a. বিচার বিভাগীয় পর্যালোচনা
b. মৌলিক অধিকার
c. সুপ্রিম কোর্টের বিচারপতির অপসারণ
d. ওপরের সবকটি

উত্তর :
d. ওপরের সবকটি

৩. ভারতীয় সংবিধানে জরুরী অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে?

a. ভারত সরকার আইন, ১৯৩৫
b. উইমার সংবিধান ( জার্মানি)
c. U.S.  সংবিধান
d. কানাডার সংবিধান

উত্তর :
b. উইমার সংবিধান ( জার্মানি)

৪. রাজ্যের জন্য নির্দেশাত্মক নীতির ধারণা যে সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানের অন্তর্গত হয়েছে তা হলো –

a. জার্মানি
b. আয়ারল্যান্ড
c. দক্ষিণ আফ্রিকা
d. কানাডার সংবিধান

উত্তর :
b. আয়ারল্যান্ড

৫. ভারতীয় সংবিধান হল

a. অপরিবর্তনীয়
b. নমনীয়
c. আংশিক অপরিবর্তনীয় ও নমনীয়
d. অত্যন্ত অপরিবর্তনীয়

উত্তর :
c. আংশিক অপরিবর্তনীয় ও নমনীয়

৬. ভারতীয় সংবিধান ভারতবর্ষকে যে ভাবে বর্ণনা করেছে —

a. রাজ্য সংঘ
b. আংশিক যুক্তরাষ্ট্রীয়
c. রাজ্য ও কেন্দ্রীয় অঞ্চলের যুক্তরাষ্ট্র
d. অংশত একক রাষ্ট্র ও অংশত যুক্তরাষ্ট্র

উত্তর :
a. রাজ্য সংঘ

৭. সংবিধানের মুখবন্ধ ভারতকে বর্ণনা করেছে —

a. সার্বভৌম প্রজাতন্ত্র
b. সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র
c. সমাজবাদী প্রজাতন্ত্র
d. ওপরের কোনোটিই নয়

উত্তর :
b. সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র

৮. কে খসড়া কমিটির কাছে সংবিধানের মুখবন্ধ ( Preamble ) প্রস্তাবনা করেন?

a. রাজেন্দ্র প্রসাদ
b. জহরলাল নেহেরু
c. কে. এম. মুন্সি
d. বি. আর. আম্বেদকর

উত্তর :
b. জহরলাল নেহেরু

৯. ভারতীয় সংবিধানের মুখবন্ধ এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে?

a. একবার
b. দুইবার
c. তিনবার
d. একবারও না

উত্তর :
a. একবার

১০. “Socialist secular” ও “the unity and integrity of the nation” এই শব্দ গুচ্ছগুলি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়?

a. ৪২ তম
b. ৪৪ তম
c. ৫২ তম
d. ৬১ তম

উত্তর :
a. ৪২ তম

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button