
Bengali Quiz – Set 49
১. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অর্থনৈতিক সংকটের কারণে অস্কার কি দিয়ে তৈরী করা হতো?
উত্তর :
প্লাস্টার অফ প্যারিস ( যুদ্ধ শেষ হলে পরে সেগুলোকে আসল অস্কার দিয়ে প্রতিস্থাপন করে দেওয়া হয়)
২. কোন গ্যাসকে আমরা অ্যাজোট নামে চিনি?
উত্তর :
নাইট্রোজেন
৩. দেবনামপ্রিয় প্রিয়দর্শী কার নাম?
উত্তর :
অশোক
৪. অন্ধভোজ কার ছদ্মনাম?
উত্তর :
কৃষ্ণদেব রায়
৫. মুর্শিদাবাদের হাজারদুয়ারীর স্থপতি কে?
উত্তর :
ডানকান ম্যাকলয়েড
৬. ভারতের ইতিহাসে “King Makers” কাকে/কাদের বলা হয়?
উত্তর :
সৈয়দ ভার্তৃদ্বয়
৭. তুন্দু রোগ কোন ফসলে দেখা যায়?
উত্তর :
গম
৮. প্রথম টেস্ট টিউব বেবির নাম কি ছিল?
উত্তর :
লুইস জয় ব্রাউন
৯. ভারতের প্রথম রকেটটি কত সালে কোথা থেকে ছাড়া হয়??
উত্তর :
বিক্রম সারাভাই স্পেস স্টেশন থেকে ১৯৬৯ সালে….এটা নিয়ে যাওয়া হয় সাইকেলে করে
১০. পেঁয়াজ কাটলে কোন কেমিক্যাল এর জন্য চোখ থেকে জল পরে?
উত্তর :
প্রোপ্যানথিওল এস অক্সাইড
To check our latest Posts - Click Here