Geography MCQ in Bengali

ভূগোল MCQ – সেট ১

Geography MCQ – Set 1
১. তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপরে তৈরী হয়েছে?

a. ময়ূরাক্ষী
b. অজয়
c. দামোদর
d. রূপনারায়ণ

উত্তর :
a. ময়ূরাক্ষী

২. কুলিক অভয়রাণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

a. মালদহ
b. দক্ষিণ দিনাজপুর
c. কোচবিহার
d. উত্তর দিনাজপুর

উত্তর :
d. উত্তর দিনাজপুর

৩. লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি?

a. মালায়ালম
b. উর্দু
c. কোঙ্কনি
d. কন্নড়

উত্তর :
a. মালায়ালম

৪. নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ?

a. জয়ন্তীয়া
b. গারো
c. শিলং
d. সিঙ্গলীলা

উত্তর :
b. গারো

৫. কোন পর্বতের পূর্বাংশ “কাইমুর” নাম পরিচিত?

a. সাতপুরা
b. মহাদেব
c. মহাকাল
d. বিন্ধ্য

উত্তর :
d. বিন্ধ্য

৬. কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়?

a. গোদাবরী
b. কৃষ্ণা
c. কাবেরী
d. নর্মদা

উত্তর :
a. গোদাবরী

৭. কোন বহুমুখী নদীপ্রকল্প ভারত-নেপালের যৌথ প্রয়াস?

a. ভাকরা-নাঙ্গাল
b. জলঢাকা
c. উকাই
d. কোশী

উত্তর :
d. কোশী

৮. নীচের কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি?

a. গোদাবরী
b. নর্মদা
c. কৃষ্ণা
d. মহানদী

উত্তর :
b. নর্মদা

৯. তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে?

a. ঘুমপাহাড়
b. সান্দাকফু পর্বতশ্রেণী
c. জেমু হিমবাহ
d. চুথি উপত্যকা

উত্তর :
c. জেমু হিমবাহ

১০. দামোদর নদীর উৎপত্তিস্থল কোনটি?

a. ছোটনাগপুর মালভূমি
b. অমরকণ্টক
c. সান্দাকফু
d. ওপরের কোনোটিই নয়

উত্তর :
a. ছোটনাগপুর মালভূমি

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button