QuizQuiz

বাংলা কুইজ – সেট ৪৬

Bengali Quiz – Set 46

১. হিন্দু ব্রাহ্ম পরিবারে জন্মালেও, তাঁর থেকে প্রায় ২০ বছর বয়স্ক আসফ আলিকে বিবাহ করে তাঁর নাম হয় অরুণা আসফ আলি| বিবাহের পূর্বে অরুণা আসফ আলির নাম কি ছিল?

উত্তর :
অরুণা গাঙ্গুলী

২. ভারতের মূল সংবিধানটি কার হাতে লেখা ছিল?

উত্তর :
প্রেম বিহারি নারায়ন রাইজাদা

৩. “Ace Against Odds” – কার আত্মজীবনী ?

উত্তর :
সানিয়া মির্জ়া

৪. নেপালে গুলাব জামুনকে কি বলা হয় ?

উত্তর :
লাল মোহন

৫. বিখ্যাত কবিতা “সরফরোসি কি তামান্না” কার সৃষ্ট?

উত্তর :
রামপ্রসাদ বিসমিল

৬. ভারতের অন্যতম রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নামকরণ কে করেন?

উত্তর :
দাদাভাই নৌরজি

৭. মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়?

উত্তর :
নানা ফড়নবিশ

৮. এশিয়ার নোবেল কোন পুরস্কারকে বলা হয়?

উত্তর :
ম‍্যাগসাসাই পুরস্কার

৯. কোন বিখ্যাত ব্যক্তিকে “বিহারের গান্ধী” বলা হয়?

উত্তর :
রাজেন্দ্র প্রসাদ

১০. প্রাচীন ভারতের কোন বিখ্যাত সম্রাট স্বেচ্ছায় অনশনে প্রাণ ত্যাগ করেন?

উত্তর :
চন্দ্রগুপ্ত মৌর্য

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button