History MCQ Questions in Bengali

ইতিহাস MCQ – সেট ১

History MCQ – Set 1 – Modern History
১. “Nehru is a patriot, while Jinnah is a politician” — এ কথা কে বলেছিলেন ?

a. মহাত্মা গান্ধী
b. স্যার মহম্মদ ইকবাল
c. মৌলানা আজাদ
d. আবদুল গফফর খান

উত্তর :
b. স্যার মহম্মদ ইকবাল

২. ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে চালু হয় ?

a. লর্ড কার্জন
b. লর্ড ক্যানিং
c. লর্ড ডাফরিন
d. লর্ড এলগিন

উত্তর :
a. লর্ড কার্জন

৩. কোন ভারতীয় প্রথম আই. সি. এস. হয়েছিলেন ?

a. সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ
b. সুভাষচন্দ্র বসু
c. সত্যেন্দ্রনাথ ঠাকুর
d. বিদ্যাসাগর

উত্তর :
c. সত্যেন্দ্রনাথ ঠাকুর

৪. ‘অল ইন্ডিয়া হরিজন’ সংঘ কে প্রতিষ্ঠা করেন ?

a. মহাত্মা গান্ধী
b. বি.আর.আম্বেদকর
c. জগজীবন রাম
d. বিনোবা ভাবে

উত্তর :
a. মহাত্মা গান্ধী

৫. দিল্লীর লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের সেনাপতিদের বিচার শুরু হয় কত সালে ?

a. 1945
b. 1946
c. 1944
d. 1947

উত্তর :
a. 1945

৬. কোন কারণে মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহ আন্দোলন (1919) শুরু করেছিলেন ?

a. 1919 সংস্কারের সীমাবদ্ধতা
b. রাওলাট আইন
c. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড
d. তুর্কীর প্রতি ব্রিটিশ নীতি

উত্তর :
b. রাওলাট আইন

৭. কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠী মিলে যায় ?

a. 1916 লক্ষ্ণৌ
b. 1920,কলকাতা
c. 1921,বোম্বে
d. 1922,করাচী

উত্তর :
a. 1916 লক্ষ্ণৌ

৮. বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন কে ?

a. সর্দার প্যাটেল
b. গান্ধীজী
c. বিনোবা ভাবে
d. রাজগুরু

উত্তর :
a. সর্দার প্যাটেল

৯. কে শিবাজি উত্সবের আয়োজন করেন ?

a. সাভারকর
b. লালা লাজপত রায়
c. বাল গঙ্গাধর তিলক
d. জ্যোতিবা ফুলে

উত্তর :
c. বাল গঙ্গাধর তিলক

১০. . অ্যানি বেসান্ত কোন পত্রিকা প্রকাশ করতেন ?

a. কমন উইল
b. ভারত কথা
c. নবজীবন
d. ইয়ং ইন্ডিয়া

উত্তর :
a. কমন উইল

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button