QuizQuiz

বাংলা কুইজ – সেট 88

Bengali Quiz – Set 44

১. কোন রাজ্য সম্প্রতি কাঁঠালকে রাজ্য ফল হিসেবে স্বীকৃতি দিলো?

উত্তর :
কেরালা

২. কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?

উত্তর :
০.১ সেকেন্ড

৩. ভাইপার আইল্যান্ড ভারতের কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?

উত্তর :
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে

৪. ফড়িংয়ের কান কোথায় অবস্থিত?

উত্তর :
হাঁটুতে

৫. RBI এর প্রতীকে কোন প্রাণীর ছবি রয়েছে?

উত্তর :
বাঘ (পূর্বে সিংহের ছবি ছিল)

৬. ভাস্কো-দা-গামা শহর ভারতের কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?

উত্তর :
গোয়া

৭. ট্রাম দুর্ঘটনায় কোন বিখ্যাত বাঙালি কবি মারা যান?

উত্তর :
জীবনানন্দ দাস

৮. বিশ্ব ডাক দিবস কবে?

উত্তর :
১০ই অক্টোবর

৯. বিশুদ্ধ অবস্থায় কোন ধাতুর গলনাঙ্ক সব থেকে বেশি?

উত্তর :
টাংস্টেন (৩৪২২ °C )

১০. এশিয়া মহাদেশে কটি দেশ রয়েছে ?

উত্তর :
৪৮ টি

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button