QuizQuiz

বাংলা কুইজ – সেট ৪২

Bengali Quiz – Set 42

১. হিটলারের গোপন পুলিশবাহিনীর নাম কী ছিল?

উত্তর :
গেস্টাপো

২. ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের আসল নাম কি ?

উত্তর :
মাণিকর্ণিকা তাম্বে

৩. একমাত্র কে গ্র্যামি, অস্কার এবং নোবেল – এই তিনটিই পেয়েছেন?

উত্তর :
বব ডিলান

৪. ঔরঙ্গজেব কাকে “রাজা” উপাধি দিয়েছিলেন?

উত্তর :
শিবাজী

৫. প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল দু’বার পার করেছেন ?

উত্তর :
বুলা চৌধুরী

৬. ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর :
প্রশান্তচন্দ্র মহালনবিশ

৭ . কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ?

উত্তর :
১৯৪৩ সালে

৮. NATO-র সদর দপ্তর কোথায় ?

উত্তর :
ব্রাসেলস

৯. বাংলার কোন ব্রিটিশ গভর্নর তার লন্ডনের বাড়িতে আফিঙের নেশায় মত্ত হয়ে আত্মহত্যা করেন বলে অনেকে মনে করেন?

উত্তর :
রবার্ট ক্লাইভ

১০. শিবাজী কর্তৃক অধিকৃত প্রথম দূর্গ কোনটি ?

উত্তর :
তোরণা দুর্গ, ১৬৪৭

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button