Bengali Quiz – Set 40
১. “দা লাস্ট সাপার” – কার অমর চিত্র?
উত্তর :
লিওনার্দো – দা – ভিঞ্চি
২. কে সবথেকে বেশিদিন লোকসভার স্পিকার ছিলেন?
উত্তর :
বলরাম ঝাকার
৩. ভারতের সব থেকে পুরানো হাইকোর্ট কোনটি?
উত্তর :
কলকাতা
৪. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল তিনটি রাজ্য জুড়ে রয়েছে?
উত্তর :
পন্ডিচেরী
৫. ভারতের প্রথম মিউনিসিপাল কর্পোরেশন স্থাপিত হয়েছে কোথায়?
উত্তর :
মাদ্রাজ
৬. “জবরদস্ত মৌলভী” নামে কে পরিচিত?
উত্তর :
রাজা রামমোহন রায়
৭. পাণ্ড্যবনি ভারতের কোন রাজ্যের নৃত্যকলা?
উত্তর :
মধ্যপ্রদেশ
৮. কোচবিহার ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
উত্তর :
ক্রিকেট
৯. ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ কেন্দ্র কোনটি?
উত্তর :
থুম্বা ( তিরুবনন্তপুরম, কেরালা )
১০. আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন?
উত্তর :
আব্দুল লতিফ ( অস্ত্র গুরু ছিলেন – বৈরাম খাঁ )
To check our latest Posts - Click Here