Mixed GK QAGeneral Knowledge Notes in Bengali

প্রশ্নোত্তরে ভারতীয় রেল । Q&A on Indian Railways

All About Indian Railways-Questions & Answers

২১. ভারতে কোন ট্রেনটির রুট সব থেকে বড়ো?

উত্তর :
বিবেক এক্সপ্রেস ( ডিব্রুগড় থেকে কন্যাকুমারী)

২২. রেল বাজেট সাধারণ বাজেট থেকে আলাদা হয়েছিল কত খ্রিস্টাব্দে?

উত্তর :
১৯২৪

২৩. পৃথিবীর সবথেকে লম্বা রেলওয়ে প্লাটফর্ম কোনটি?

উত্তর :
গোরাক্ষপুর, উত্তরপ্রদেশ (১,৩৬৬ মিটার)

২৪. ভারতীয় রেলওয়ের প্রতীকে কটি তারা রয়েছে?

উত্তর :
১৮ টি ( নতুন জোন যুক্ত হওয়ার পরে ১৮টি হয়েছে )

২৫. ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে?

উত্তর :
মমতা ব্যানার্জী

২৬. ভারতের প্রথম মহিলা ট্রেন ড্রাইভার কে?

উত্তর :
সুরেখা যাদব

২৭. ভারতে রেলযাত্রী বীমা যোজনা শুরু হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর :
১৯৯৪

২৮. ভারতের প্রথম ডিজেল ট্রেন ড্রাইভার কে?

উত্তর :
মমতাজ কাথবালা

২৯. ভারতের প্রথম বৈদুতিক ট্রেন চালু হয় কোন দুটি স্টেশনের মধ্যে?

উত্তর :
মুম্বাই থেকে কুরলার মধ্যে

৩০. এশিয়ার বৃহত্তম “সলিড স্টেট ইন্টারলকিং সিস্টেম ” রয়েছে কোথায়?

উত্তর :
পশ্চিমবঙ্গের খড়গপুর স্টেশনে

৩১. ভারতে প্রথম কম্পিউটার চালিত রিজার্ভেশন চালু হয় কোথায়?

উত্তর :
নতুন দিল্লী (২০০২)

৩২. ভারতের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন চলে কোথায়?

উত্তর :
মুম্বাই (২০১৭ সালের ২৫ ডিসেম্বর থেকে)

৩৩. ভারতীয় রেলে শৌচাগার ব্যবস্থা চালু হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর :
১৮৯১ সালে (প্রথম শ্রেনী , ১৯০৭ সালে (অন্যান্য শ্রেনী)

৩৪. ভারতের প্রথম মনোরেল কোথায় চালু হয়?

উত্তর :
মুম্বায় ( ২০১৪)

৩৫. IRCTC এর ফুল ফর্ম কি?

উত্তর :
Indian Railway Catering and Tourism Corporation

৩৬. ভারতের প্রথম রেল বাজেট পেশ করেছিলেন কে?

উত্তর :
জন মাথাই

৩৭. ভারতের দীর্ঘতম রেল ব্রিজ কোনটি?

উত্তর :
ভেম্বানাদ রেলওয়ে ব্রিজ

৩৮. ভারতের প্রথম water metro প্রকল্প কোথায় চালু হল?

উত্তর :
কেরালার কোচিতে

৩৯. ভারতের সবথেকে ব্যয়বহুল ট্রেনের নাম কি?

উত্তর :
প্যালেস অন হুইলস

৪০. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা চালিত ষ্টেশন কোনটি?

উত্তর :
হিজলি স্টেশন ( পশ্চিম মেদিনীপুরের)

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4Next page
Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

3 Comments

Back to top button