Mixed GK QAGeneral Knowledge Notes in Bengali

প্রশ্নোত্তরে ভারতীয় রেল । Q&A on Indian Railways

All About Indian Railways-Questions & Answers

প্রশ্নোত্তরে ভারতীয় রেল

প্রিয় পাঠকরা,ভারতীয় রেলের যে কোনো পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে দেওয়া রইলো।কমেন্টে জানিয়ো তোমাদের প্রশ্নোত্তরে ভারতীয় রেল কেমন লাগল।দেখে নাও প্রশ্নোত্তরে ভারতীয় রেল :

১. ভারতীয় রেলের জনক কাকে বলা হয়?

উত্তর :
লর্ড ডালহৌসি

২. ভারতে প্রথম প্যাসেঞ্জার ট্রেন কবে চলে?

উত্তর :
১৮৫৩ সালের ১৬ ই এপ্রিল ( মুম্বায় ও থানের মধ্যে ৩৪ কিলোমিটার , ৪০০ জন যাত্রী নিয়ে )

৩. ভারতের প্রথম ট্রেনটিতে কটি ইঞ্জিন ছিল ও তাদের নাম কি কি ?

উত্তর :
তিনটি – সাহেব, সিন্ধ, সুলতান

৪. ভারতের প্রথম ট্রেনটিতে কটি বগি ছিল?

উত্তর :
১৪ টি

৫. স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন?

উত্তর :
জন মাথাই


ভারতীয় রেলের বিভিন্ন উৎপাদন কেন্দ্র

নামপ্রতিষ্ঠার সালস্থানউৎপন্ন দ্রব্য
রেল কোচ ফ্যাক্টরি১৯৮৬কাপুরথালাপ্যাসেঞ্জার কোচ
রেল স্প্রিং কারখানা১৯৮৮গোয়ালিয়রপ্যাসেঞ্জার কোচের স্প্রিং
রেল হুইল ফ্যাক্টরি১৯৮৪ব্যাঙ্গালুরুরেলের চাকা ও এক্সেল
রেল হুইল ফ্যাক্টরি২০১২ছাপড়ারেলের চাকা
ভারত ওয়াগন ও ইঞ্জিনিয়ারিং১৯৭৮মুজাফ্ফরপুরযাত্রীবাহী কোচ ( তৈরী ও রক্ষনাবেক্ষন )
জামালপুর লোকোমোটিভ ওয়ার্কশপ১৮৬২জামালপুরডিজেল ও ইলেকট্রিক লোকো মেইনটেনেন্স
গোল্ডেন রক রেলওয়ে ওয়ার্কশপ১৯২৮ত্রিচিডিজেল ও ইলেকট্রিক লোকো
চিত্তরঞ্জন লোকোমোটিভ১৯৪৭চিত্তরঞ্জনইলেকট্রিক লোকোমোটিভ
ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস১৯৬১বারাণসীডিজেল লোকোমোটিভ
ডিজেল-লোকো মডার্নাইজেশন ওয়ার্কস১৯৮১পাটিয়ালাডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ
ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি১৯৫২চেন্নাইপ্যাসেঞ্জার কোচ
রেল কোচ ফ্যাক্টরি২০১২রাইবেরিলিপ্যাসেঞ্জার কোচ

৬. ভারতে রেলের প্রস্তাবনা প্রথম কোথায় এবং কত খ্রিস্টাব্দে হয়?

উত্তর :
মাদ্রাজ, ১৮৩২

৭. আয়তনের দিক থেকে ভারতীয় রেলের স্থান পৃথিবীতে কত নম্বরে?

উত্তর :
চতুর্থ ( আমেরিকা, চীন ও রাশিয়ার পরে )

৮. ভারতীয় রেলের ম্যাসকট কোনটি?

উত্তর :
“ভলু – দা গার্ড” নামক একটি হাতি

৯. ভারতে কটি রেলওয়ে জোন রয়েছে?

উত্তর :
১৮ টি ( মেট্রো ধরে , নতুন রেলওয়ে জোন – দক্ষিণ উপকূল রেলওয়ে , সদর দপ্তর – বিশাখাপত্তনম )

১০. ভারতের বৃহত্তম রেলওয়ে জোন কোনটি?

উত্তর :
নরদান রেলওয়ে

১১. ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটি?

উত্তর :
পশ্চিমবঙ্গের ঘুম ষ্টেশন

১২, ভারতীয় রেলওয়ে বোর্ড গঠিত হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর :
১৯০৫

১৩. ভারতের প্রথম রেল কোম্পানীর নাম কি ছিল?

উত্তর :
গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানী ( ১৮৪৯ সালে প্রতিষ্ঠিত )

১৪. মধ্য রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
মুম্বাই ( বিভাগ – মুম্বাই, ভুসাওয়াল, পুনে, সোলাপুর, নাগপুর)

১৫. পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
হাজিপুর ( বিভাগ – দানাপুর, ধানবাদ, মুঘলসরাই, সমস্তিপুর, সোনপুর )

১৬. পূর্ব উপকূল রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
ভুবনেশ্বর ( বিভাগ – খুরদা রোড, সম্বলপুর, বিশাখাপত্তনম )

১৭. পূর্ব রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
কলকাতা ( বিভাগ – হাওড়া, শিয়ালদহ, আসানসোল, মালদা )

১৮. ভারতে ইলেকট্রিক ট্রেন চালু হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর :
১৯২৫

১৯. ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন কোনটি?

উত্তর :
ডেকান কুইন

২০. ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় কোথায় এবং কত খ্রিস্টাব্দে?

উত্তর :
কলকাতা , ১৯৮৪ ( ২৪শে অক্টোবর )

আরো দেখে নাও :  রেলওয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নোটস 

ভারতীয় রেলওয়ে সম্পর্কিত ২১টি আশ্চর্য তথ্য যা সম্ভবত আপনি জানেন না

To check our latest Posts - Click Here

1 2 3 4Next page
Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

3 Comments

Back to top button