প্রশ্নোত্তরে ভারতীয় রেল । Q&A on Indian Railways
All About Indian Railways-Questions & Answers
প্রশ্নোত্তরে ভারতীয় রেল
প্রিয় পাঠকরা,ভারতীয় রেলের যে কোনো পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে দেওয়া রইলো।কমেন্টে জানিয়ো তোমাদের প্রশ্নোত্তরে ভারতীয় রেল কেমন লাগল।দেখে নাও প্রশ্নোত্তরে ভারতীয় রেল :
১. ভারতীয় রেলের জনক কাকে বলা হয়?
২. ভারতে প্রথম প্যাসেঞ্জার ট্রেন কবে চলে?
৩. ভারতের প্রথম ট্রেনটিতে কটি ইঞ্জিন ছিল ও তাদের নাম কি কি ?
৪. ভারতের প্রথম ট্রেনটিতে কটি বগি ছিল?
৫. স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন?
ভারতীয় রেলের বিভিন্ন উৎপাদন কেন্দ্র
নাম | প্রতিষ্ঠার সাল | স্থান | উৎপন্ন দ্রব্য |
---|---|---|---|
রেল কোচ ফ্যাক্টরি | ১৯৮৬ | কাপুরথালা | প্যাসেঞ্জার কোচ |
রেল স্প্রিং কারখানা | ১৯৮৮ | গোয়ালিয়র | প্যাসেঞ্জার কোচের স্প্রিং |
রেল হুইল ফ্যাক্টরি | ১৯৮৪ | ব্যাঙ্গালুরু | রেলের চাকা ও এক্সেল |
রেল হুইল ফ্যাক্টরি | ২০১২ | ছাপড়া | রেলের চাকা |
ভারত ওয়াগন ও ইঞ্জিনিয়ারিং | ১৯৭৮ | মুজাফ্ফরপুর | যাত্রীবাহী কোচ ( তৈরী ও রক্ষনাবেক্ষন ) |
জামালপুর লোকোমোটিভ ওয়ার্কশপ | ১৮৬২ | জামালপুর | ডিজেল ও ইলেকট্রিক লোকো মেইনটেনেন্স |
গোল্ডেন রক রেলওয়ে ওয়ার্কশপ | ১৯২৮ | ত্রিচি | ডিজেল ও ইলেকট্রিক লোকো |
চিত্তরঞ্জন লোকোমোটিভ | ১৯৪৭ | চিত্তরঞ্জন | ইলেকট্রিক লোকোমোটিভ |
ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস | ১৯৬১ | বারাণসী | ডিজেল লোকোমোটিভ |
ডিজেল-লোকো মডার্নাইজেশন ওয়ার্কস | ১৯৮১ | পাটিয়ালা | ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ |
ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি | ১৯৫২ | চেন্নাই | প্যাসেঞ্জার কোচ |
রেল কোচ ফ্যাক্টরি | ২০১২ | রাইবেরিলি | প্যাসেঞ্জার কোচ |
৬. ভারতে রেলের প্রস্তাবনা প্রথম কোথায় এবং কত খ্রিস্টাব্দে হয়?
৭. আয়তনের দিক থেকে ভারতীয় রেলের স্থান পৃথিবীতে কত নম্বরে?
৮. ভারতীয় রেলের ম্যাসকট কোনটি?
৯. ভারতে কটি রেলওয়ে জোন রয়েছে?
১০. ভারতের বৃহত্তম রেলওয়ে জোন কোনটি?
১১. ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটি?
১২, ভারতীয় রেলওয়ে বোর্ড গঠিত হয় কত খ্রিস্টাব্দে?
১৩. ভারতের প্রথম রেল কোম্পানীর নাম কি ছিল?
১৪. মধ্য রেলের সদর দপ্তর কোথায়?
১৫. পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায়?
১৬. পূর্ব উপকূল রেলের সদর দপ্তর কোথায়?
১৭. পূর্ব রেলের সদর দপ্তর কোথায়?
১৮. ভারতে ইলেকট্রিক ট্রেন চালু হয় কত খ্রিস্টাব্দে?
১৯. ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন কোনটি?
২০. ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় কোথায় এবং কত খ্রিস্টাব্দে?
আরো দেখে নাও : রেলওয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নোটস
ভারতীয় রেলওয়ে সম্পর্কিত ২১টি আশ্চর্য তথ্য যা সম্ভবত আপনি জানেন না
To check our latest Posts - Click Here
Nice
Thank you for your valuable feedback.
Please do subscribe to our blog for more updates on upcoming posts.
Fine