Bengali MythologyQuiz
বাংলা মিথোলজি – সেট ৭
Bengali Mythology – Set 7
১. অভিমন্যু যখন চক্রবুহ্যে প্রবেশ করে তখন পঞ্চপান্ডবকে কে বাধা দেয় ভিতরে যেতে?
উত্তর :
জয়দ্রথ
২. মহাদেব শিবলিঙ্গ হিসেবে কোথায় প্রথম পূজিত হন?
উত্তর :
বৈদ্যনাথ ধাম
৩. নারায়ন বাহন গোরুর সাপ ভক্ষণ করতেন কিন্তু কোন দুটি নাগ তাঁর ভ্রাতা ছিল?
উত্তর :
শেষনাগ ও পঞ্চকনাগ
৪. মণিপুষ্পক কার শঙ্খের নাম?
উত্তর :
সহদেব
৫. কুরুক্ষেত্রে অর্জুনের রথের ধব্জায় বা পতাকায় কোন দেবতার চিত্র অঙ্কিত ছিল?
উত্তর :
পবনপুত্র হনুমান
৬. সুঘোষ কি?
উত্তর :
নকুলের শঙ্খের নাম
৭. গোবিন্দ কথার মানে কি?
উত্তর :
গো-গণের প্রভু
৮. পাঁচটি কর্ম ইন্দ্রিয়ের নাম কি?
উত্তর :
বাক,পাণি,পাদুকা,পায়ু ও উপস্ত
৯. গ্রহরাজ শনিদেবের পত্নীর নাম কি?
উত্তর :
ধামিনী
১০. কলিযুগের প্রধান দুইজন রাক্ষসী কারা যারা মানুষের উপর নিজের প্রভুত্ব ফলায়?
উত্তর :
মায়া ও কায়া
To check our latest Posts - Click Here