QuizQuiz

বাংলা কুইজ – সেট ৩৮

Bengali Quiz – Set 38

১. কুরুক্ষেত্রের বর্তমান নাম কি?

উত্তর :
পানিপথ

২. নোবেল পুরস্কার সর্বোচ্চ কতজনের মধ্যে ভাগ করা যায় ?

উত্তর :
তিনজনের মধ্যে

৩. স্বাধীন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন ?

উত্তর :
রাজকুমারী অমৃত কাউর

৪. ন্যাশনাল মিল্ক ডে কবে পালিত হয় ?

উত্তর :
২৬ নভেম্বর

৫. ভারত কোন সালে প্রথম অলিম্পিক খেলায় যোগ দিয়েছিল?

উত্তর :
১৯০০(ভারতের পক্ষ থেকে একমাত্র নরমান প্রিটচার্ড গিয়েছিলেন )

৬. শেরশাহের হিন্দু সেনাপতি কে ছিলেন ?

উত্তর :
ব্রহ্মজিৎ গৌড়

৭. সুভাষচন্দ্র বসুর মৃত্যু সংক্রান্ত রহস্য সন্ধানে গঠিত সর্বশেষ কমিটির নাম কী ?

উত্তর :
জাস্টিস মুখার্জি কমিশন

৮. মহারাজা রঞ্জিৎ সিংয়ের রাজধানী কোথায় ছিল?

উত্তর :
লাহোর

৯. কোন নদীর গ্রিক নাম “জারদ্রস”, তিব্বতি নাম “লংগেচীন থম্বর”?

উত্তর :
শতদ্রু

১০. কার প্রেরিত অস্ত্রের সাহায্যে ১৯০৯ সালে অনন্ত লক্ষ্মণ কানহেরি নাসিকের জেলাশাসক জ্যাকসনকে হত্যা করেন?

উত্তর :
বিনায়ক দামোদর সাভারকার

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button