Bengali Quiz – Set 37
১. শিবাজীর পতাকার নাম কি ছিল?
উত্তর :
ভাগোয়া ঝান্ডা
২. মুঘল সম্রাট বাবরের পিতার নাম কি ছিল?
উত্তর :
ওমর শেখ মির্জা
৩. চরমপন্থী নেতা আমির চাঁদ ১৯১২ সালে কোন ব্রিটিশ ভাইসরয়কে মারতে গিয়ে ভাইসরয়ের মাহুতকে মেরে ফেলেন?
উত্তর :
লর্ড হার্ডিঞ্জ
( বসন্ত কুমার বিশ্বাস, আমির চাঁদ এবং অবোধ বিহারি দিল্লির চাঁদনী চৌকে ১৯১২ সালে লর্ড হার্ডিঞ্জের মিছিলে বোমা মারেন| লর্ড হার্ডিঞ্জ আহত হন কিন্তু তাঁর মাহুত মারা যায় )
( বসন্ত কুমার বিশ্বাস, আমির চাঁদ এবং অবোধ বিহারি দিল্লির চাঁদনী চৌকে ১৯১২ সালে লর্ড হার্ডিঞ্জের মিছিলে বোমা মারেন| লর্ড হার্ডিঞ্জ আহত হন কিন্তু তাঁর মাহুত মারা যায় )
৪. “চন্দ্রশেখর লিমিট” কিসের একক?
উত্তর :
ভর ( ১ চন্দ্রশেখর লিমিট হলো সূর্যের ভরের ১.৪ গুন্ )
৫. পাই (π)দিবস প্রতিবছর সারা বিশ্ব জুড়ে কবে পালন করা হয়?
উত্তর :
১৪ই মার্চ ( ১ পাই = ৩.১৪ – যেহেতু আমরা ১৪ই মার্চ কে ৩/১৪ লিখি তাই ঐদিন পাই দিবস পালন করা হয় )
৬. রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় ?
উত্তর :
নিউ ইয়র্ক
৭. কেন্দ্রীয় সরকার সম্প্রতি BHIM নামে একটি অ্যাপ লঞ্চ করেছে, এটির পুরো কথা কী ?
উত্তর :
ভারত ইন্টারফেস ফর মানি
৮. “মাই ওয়ার্ড ইজ় মাই বন্ড” – কোন প্রতিষ্ঠানের মোটো লাইন ?
উত্তর :
লন্ডন স্টক এক্সচেঞ্জ
৯. Lockjaw রোগটিকে আমরা অন্য কোন পরিচিত নামে চিনি?
উত্তর :
টিটেনাস
১০. উত্তর ও দক্ষিণ দিনাজপুর-কোন সালে তৈরি হয় ?
উত্তর :
১৯৯২ সালে
To check our latest Posts - Click Here