কমনওয়েলথ গেমস ২০১৮
২০১৮ সালের কমনওয়েলথ গেমস হলো ২১তম কমনওয়েলথ গেমস | অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট এবং কুইন্সল্যান্ড শহরে এটি সম্পন্ন হওয়ায় এটিকে গোল্ড কোস্ট ২০১৮ বলেও ডাকা হচ্ছে । কমনওয়েলথ গেমস ২০১৮।
কমনওয়েলথ গেমস এর যাত্রা শুরু ১৯৩০ সাল থেকে এবং প্রতি ৪ বছর অন্তর এটি হয়ে থাকে, যদিও ১৯৪২ ও ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই বন্ধ ছিল|
কমনওয়েলথ গেমসের ভেনু
২০১৪ | ২০১৮ | ২০২২ |
গ্লাসগো, স্কটল্যান্ড | গোল্ডকোস্ট, অস্ট্রেলিয়া | বার্মিংহাম , ইংল্যান্ড |
২০২২ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে কমন ওয়েলথ গেমস হবার কথা থাকলেও সেখানে অর্থনৈতিক সংকটের কারণে ২০২২ সালের ভেনু পরিবর্তন করে বার্মিংহাম করা হয়|
এবছর মোট 71 টি দেশ এই গেমটিতে অংশগ্রহণ করেছে | ওয়েলস এর রাজকুমার চার্লস অনুষ্ঠাকিকভাবে এই গেমসটির উদ্বোধন করেন| গোল্ডকোস্ট ২০১৮ এর মোটো – “Share the Dream “ |
গোল্ডকোস্ট ২০১৮ এর ম্যাস্কটের নাম – বরোবি
ভারতের পক্ষ থেকে উদ্বোধন অনুষ্ঠানে পতাকা বহন করেন পি. ভি. সিন্ধু এবং শেষ অনুষ্ঠানে পতাকা বহন মেরি কম|
এখানে ক্লিক করুন কমনওয়েলথ গেমসের প্রশ্নোত্তর দেখতে
গোল্ডকোস্ট ২০১৮ কমনওয়েলথ গেমসে ভারতের অবদান অবিস্মরণীয় | ২৬ টি স্বর্ণপদক সহ ভারতের স্থান এবছর তৃতীয় , অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ঠিক পরেই|
ভারতের পক্ষ থেকে মেডেলজয়ী খেলোয়াড়দের নাম নিচে দেওয়া রইলো।
২০১৮ কমনওয়েলথ গেমসে ভারতের পদক তালিকা
নাম | ইভেন্ট | মেডেল |
---|---|---|
মীরাবাঈ চানু | ভারোত্তলন | গোল্ড |
সঞ্জিতা চানু | ভারোত্তলন | গোল্ড |
সতীশ কুমার শিবলিঙ্গম | ভারোত্তলন | গোল্ড |
ভেঙ্কট রাহুল রাগালা | ভারোত্তলন | গোল্ড |
পুনাম যাদব | ভারোত্তলন | গোল্ড |
মনু ভাকের | শুটিং | গোল্ড |
ভারতীয় মহিলা টেবিল টেনিস টীম | টেবিল টেনিস | গোল্ড |
জিতু রাই | শুটিং | গোল্ড |
ভারতীয় পুরুষ টেবিল টেনিস টীম | টেবিল টেনিস | গোল্ড |
মিক্সড ব্যাডমিন্টন টীম | ব্যাডমিন্টন | গোল্ড |
হীনা সিধু | শুটিং | গোল্ড |
শ্রেয়সী সিং | শুটিং | গোল্ড |
রাহুল আওয়ারে | কুস্তি | গোল্ড |
সুশীল কুমার | কুস্তি | গোল্ড |
আনিস ভানওয়ালা | শুটিং | গোল্ড |
তেজস্বীনি সাওয়ান্ত | শুটিং | গোল্ড |
বজরং পুনিয়া | কুস্তি | গোল্ড |
মেরি কম | বক্সিং | গোল্ড |
সঞ্জীব রাজপুত | শুটিং | গোল্ড |
সুমিত মালিক | কুস্তি | গোল্ড |
গৌরব সোলাঙ্কি | বক্সিং | গোল্ড |
নীরাজ চোপড়া | জ্যাভেলিন থ্রোয়ার | গোল্ড |
ভিনেশ ফোগাত | কুস্তি | গোল্ড |
মনিকা বাত্রা | টেবিল টেনিস | গোল্ড |
বিকাশ কৃষান | বক্সিং | গোল্ড |
সাইনা নেহওয়াল | ব্যাডমিন্টন | গোল্ড |
ববিতা কুমারী | কুস্তি | রুপা |
তেজস্বীনি সাওয়ান্ত | শুটিং | রুপা |
হীনা সিধু | শুটিং | রুপা |
প্রদীপ সিং | ভারোত্তলন | রুপা |
মেহুলী ঘোষ | শুটিং | রুপা |
সীমা পুনিয়া | ডিসকাস থ্রো | রুপা |
মৌসম খাত্রি | কুস্তি | রুপা |
পূজা ধান্দা | কুস্তি | রুপা |
আনজুম মৌদগিল | শুটিং | রুপা |
মনিকা বাত্রা ও মৌমা দাস | টেবিল টেনিস | রুপা |
অমিত পাংহাল | বক্সিং | রুপা |
মনীশ কৌশিক | বক্সিং | রুপা |
দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষাল | মিক্সড স্কোয়াশ | রুপা |
কিদাম্বি শ্রীকান্ত | ব্যাডমিন্টন | রুপা |
পি. ভি. সিন্ধু | ব্যাডমিন্টন | রুপা |
গুরুরাজা পূজারী | ভারোত্তলন | রুপা |
শরথ আচানতো ও সাথিয়ান জ্ঞানাশেখরণ | টেবিল টেনিস | রুপা |
সতীশ কুমার শিবলিঙ্গম | ভারোত্তলন | রুপা |
সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ সেটটি | ব্যাডমিন্টন | রুপা |
দীপিকা পাল্লিকাল ও জোসনা চিনাপ্পা | স্কোয়াশ | রুপা |
দীপক লাথের | ভারোত্তলন | ব্রোঞ্জ |
রবি কুমার | শুটিং | ব্রোঞ্জ |
বিকাশ ঠাকুর | ভারোত্তলন | ব্রোঞ্জ |
ওম মিঠারভাল | শুটিং | ব্রোঞ্জ |
অপূরভি চান্দেলা | শুটিং | ব্রোঞ্জ |
সচিন চৌধুরী | ভারোত্তলন | ব্রোঞ্জ |
ওম মিঠারভাল ( 2nd Medal) | শুটিং | ব্রোঞ্জ |
অংকুর মিত্তল | শুটিং | ব্রোঞ্জ |
কিরণ বিশনই | কুস্তি | ব্রোঞ্জ |
নাভজিৎ ধিল্লন | ডিসকাস থ্রো | ব্রোঞ্জ |
নামান তনয়ার | বক্সিং | ব্রোঞ্জ |
দিব্য কাকরান | কুস্তি | ব্রোঞ্জ |
হুসামুদ্দিন মহম্মদ | বক্সিং | ব্রোঞ্জ |
মনোজ কুমার | বক্সিং | ব্রোঞ্জ |
সাক্ষী মালিক | কুস্তি | ব্রোঞ্জ |
সোমভীর কাদিয়ান | কুস্তি | ব্রোঞ্জ |
অশ্বিনী পোনাপ্পা ও সিক্কি রেড্ডি | ব্যাডমিন্টন | ব্রোঞ্জ |
হারমিত দেশাই ও সানিল সেটটি | টেবিল টেনিস | ব্রোঞ্জ |
মনিকা বাত্রা ও সাথিয়ান জ্ঞানাশেখরণ | টেবিল টেনিস | ব্রোঞ্জ |
শরথ আচানতো | টেবিল টেনিস | ব্রোঞ্জ |
এখানে ক্লিক করুন কমনওয়েলথ গেমসের প্রশ্নোত্তর দেখতে
To check our latest Posts - Click Here