Bengali Quiz – Set 33
১. ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট দিল্লীতে রয়েছে?
উত্তর :
১৩০
২. “In search of Gandhi” – বইটি কার লেখা?
উত্তর :
রিচার্ড আটেনবুড়ো ( Richard Attenborough )
৩. কোন ভারতীয় প্রথম ম্যাগসাসাই পুরস্কার পেয়েছিলেন?
উত্তর :
আচার্য বিনোদা ভাবে
৪. জহরলাল নেহেরুকে শপথবাক্য পাঠ করান কে?
উত্তর :
লর্ড মাউন্ট ব্যাটেন
৫. কোন ভারতীয় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান?
উত্তর :
জি. শঙ্কর কুরুপ
৬. কোন কোন নেতা তিনটি গোল টেবিল বৈঠকেই উপস্থিত ছিলেন?
উত্তর :
ড: বি. আর. আম্বেদকর, তেজ বাহাদুর সাপ্রু
৭. ভারতের কোন মুখ্য মন্ত্রী ২০০৬ সালে ম্যাগসাসাই পুরস্কার পেয়েছিলেন?
উত্তর :
অরবিন্দ কেজরীবাল
৮. “মিত্রমেলা” যা পরবর্তীকালে রুপান্তরিত হয়ে “অভিনব ভারত” নামে পরিচিত হয় -তার প্রতিষ্ঠাতা কে ?
উত্তর :
বিনায়ক দামোদর সাভারকার
৯. বাইবেল প্রথম কোন ভাষায় লেখা হয়?
উত্তর :
হীব্রূ
১০. সক্রেটিস যে বিষ পান করে মারা যান সেই বিষটি কি নামে পরিচিত?
উত্তর :
হেমলক
To check our latest Posts - Click Here