QuizQuiz

বাংলা কুইজ – সেট ২৯

Bengali Quiz –  Set 29

১. ভারতের কোন মন্দিরকে ‘Black Pagoda’ বলা হয় ?

উত্তর :
কোণারকের সূর্য মন্দির

২. ‘এ মেরে ওয়াতন কে লোগো’ গানটি কে লিখেছেন?

উত্তর :
কবি প্রদীপ ( সুর দিয়েছেন সি. রামচন্দ্র )

৩. ভারতের প্রথম মহিলা কুলি কে?

উত্তর :
সন্ধ্যা মারয়ায়ী ( Sandhya Marawi ) – মধ্যপ্রদেশের জবলপুরের কাটনি জংশনে কুলিগিরি করেন

৪. পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়?

উত্তর :
আমাজন জঙ্গলকে

৫. UNESCO – এর সদর দপ্তর কোথায়?

উত্তর :
প্যারিস

৬. ভারতের গোলাপি শহর জয়পুর কে বলা হয় | নীল শহর কোন শহর কে বলে?

উত্তর :
যোধপুর

৭. ২১শে মে , কার মৃত্যুদিনে ভারতে “Anti Terrorism Day” পালন করা হয়?

উত্তর :
রাজীব গান্ধী

৮. ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি?

উত্তর :
সুরেখা যাদব

৯. প্রথম এভারেস্টজয়ী ব্যক্তি তেনজিং নোরগে ও এডমন্ড হিলারিকে আমরা সবাই চিনি। কিন্তু প্রথম এভারেস্টজয়ী মহিলা কে ছিলেন?

উত্তর :
জুনকো তাবেই। ১৯৭৫ সালের ১৬ মে এভারেস্ট জয় করেন

১০. দেশটির মূল ল্যাটিন নামের অর্থ হলো দক্ষিণের অজানা দেশ। বর্তমানে সবার চেনাজানা | এ দেশের নাম কী?

উত্তর :
অস্ট্রেলিয়া

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button