QuizQuiz

বাংলা কুইজ – সেট ২৩

Bangla Quiz -Set 23

বাংলা কুইজ – সেট ২৩

১. বিধানসভার ভোটে প্রথম কোন রাজনৈতিক দল সবকটি আসন জিতেছিল?

উত্তর :
সিকিম সংগ্রাম পরিষদ ( SSP – ১৯৮৯ )

২. আমাজন যখন তার যাত্রা শুরু করে ১৯৯৫ সালে, তখন প্রথম কোন জিনিসটি আমাজন বিক্রি করেছিল?

উত্তর :
একটি বই | বইটির নাম – Fluid Concepts & Creative Analogies: Computer Models of the Fundamental Mechanisms of Thought

৩. “INCOSPAR” কে বর্তমানে আমরা কি নাম জানি?

উত্তর :
ISRO

৪. কোন দেশকে রামধনুর দেশ ( Rainbow Country ) বলা হয়?

উত্তর :
দক্ষিণ আফ্রিকা

৫. ২৮ সে ডিসেম্বর স্পেন, ল্যাটিন আমেরিকা এবং ফিলিপাইনসে “Día de los Santos Inocentes” নাম একটি দিবস পালন করা হয় | আমরা কবে, কি হিসেবে ওই দিনটি পালন করি?

উত্তর :
১লা এপ্রিল , এপ্রিল ফুল

৬. গাড়ির এয়ার ব্যাগে প্রধানত কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়?

উত্তর :
সোডিয়াম আজাইড ( NaN3 )

৭. যমজরা ( Twins ) সর্বোচ্চ কতদিন অন্তর জন্মাতে পারে?

উত্তর :
৮৪ দিন ( 84 Days )

৮. আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে প্রথম কোন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেছিলেন?

উত্তর :
বেলিন্ডা ক্লার্ক

৯. “Resurrection Sunday ” উৎসবটিকে আমরা আর কোন নাম জানি?

উত্তর :
ইস্টার

১০. “Swamy & Friends” বইটির লেখক কে?

উত্তর :
আর. কে. নারায়ণ

 

আরো দেখে নাও:বাংলা কুইজ – সেট ২২ ]

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button