বাংলা কুইজ – সেট ২৩
১. বিধানসভার ভোটে প্রথম কোন রাজনৈতিক দল সবকটি আসন জিতেছিল?
২. আমাজন যখন তার যাত্রা শুরু করে ১৯৯৫ সালে, তখন প্রথম কোন জিনিসটি আমাজন বিক্রি করেছিল?
৩. “INCOSPAR” কে বর্তমানে আমরা কি নাম জানি?
৪. কোন দেশকে রামধনুর দেশ ( Rainbow Country ) বলা হয়?
৫. ২৮ সে ডিসেম্বর স্পেন, ল্যাটিন আমেরিকা এবং ফিলিপাইনসে “Día de los Santos Inocentes” নাম একটি দিবস পালন করা হয় | আমরা কবে, কি হিসেবে ওই দিনটি পালন করি?
৬. গাড়ির এয়ার ব্যাগে প্রধানত কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়?
৭. যমজরা ( Twins ) সর্বোচ্চ কতদিন অন্তর জন্মাতে পারে?
৮. আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে প্রথম কোন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেছিলেন?
৯. “Resurrection Sunday ” উৎসবটিকে আমরা আর কোন নাম জানি?
১০. “Swamy & Friends” বইটির লেখক কে?
আরো দেখে নাও: [ বাংলা কুইজ – সেট ২২ ]
To check our latest Posts - Click Here