ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য তালিকা – PDF
List of Folk Dances of Different States in India
ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য তালিকা
ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য তালিকা (List of Folk Dances of Different States in India ) নিচে ছকের সাহায্যে দেওয়া রইলো | কোন লোকনৃত্য কোন রাজ্যে জনপ্রিয় তার একটি সুন্দর তালিকা তোমরা নিচে পেয়ে যাবে। যেকোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য – এই টপিকটি থেকে মাঝে মধ্যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে। তাই তোমাদের জন্য দেওয়া রইলো এর একটি সুন্দর তালিকা। Different Dance forms of India with States PDF .
ভারতীয় নৃত্য সম্পর্কিত আরও কিছু পোস্ট –
- 100+ ভারতীয় সংগীত ও নৃত্য সম্পর্কিত প্রশ্নোত্তর – PDF
- কে কোন নৃত্যের সাথে যুক্ত । বিভিন্ন নৃত্যশিল্পী তালিকা
- ভারতের ধ্রুপদী নৃত্য তালিকা । ক্লাসিক্যাল নৃত্য । Classical Dances of India
বিশ্ব নৃত্য দিবস প্রতিবছর ২৯শে এপ্রিল পালন করা হয় ।
ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্যের তালিকা
ক্রম | লোকনৃত্য | রাজ্য |
---|---|---|
১ | কুচিপুড়ি, কোট্টাম | অন্ধ্রপ্রদেশ |
২ | কথাকলি, মোহিনীঅট্টম, কুদিঅট্টম, থেইয়াম | কেরালা |
৩ | ভারতনাট্যম, কোলাট্টাম, কারাগাট্টাম | তামিলনাড়ু |
৪ | কত্থক, নৌটঙ্কি, চাপ্পেলি, কাজরী, রাসলীলা, জইতা | উত্তরপ্রদেশ |
৫ | ঘুমার, কালবেলিয়া, কাঠপুতলি, ভাবাই, কাচ্চি গোরি | রাজস্থান |
৬ | বিহু, ভোর তাল নৃত্য , বাগুরুম্বা, দেওধানী | আসাম |
৭ | গারবা, ডান্ডিয়া, ভবানী, টিপ্পানি | গুজরাট |
৮ | তামাশা, কোলি, গাফা | মহারাষ্ট্র |
৯ | ছৌ নাচ, বাউল, কাঠি, গম্ভীরা, কীর্তন | পশ্চিমবঙ্গ |
১০ | চিরাও নাচ, বাঁশ নৃত্য, লাম, চেরোকান | মিজোরাম |
১১ | পাণ্ডবনি, জাওয়ারি, মাটকি, টেরটালি, গ্রিডা | মধ্যপ্রদেশ |
১২ | মনিপুরী, কাবুই | মনিপুর |
১৩ | তালগাদি, দেখনি, ফুগরী, ঢালো, কুনবী | গোয়া |
১৪ | ভাংড়া, গিদ্দ্ধা, ঝুমার | পাঞ্জাব |
১৫ | রাউফ, হিকাত, চাকরী, ডামালি | জম্মু ও কাশ্মীর |
১৬ | যাত্রা, যাতাযতীন, বিদেশীয়া | বিহার |
১৭ | ভরতনাট্যম, কোলাট্যম | তামিলনাড়ু |
১৮ | যক্ষগনা, হুত্তারি, কুনিথা | কর্ণাটক |
১৯ | ডান্ডা যাত্রা ,পাইক নাচ, ঘুমরা, ডালখই, ডান্ডানাটে, সাভারি | ওড়িশা |
২০ | সিংহী ছাম, ছু ফাট, ইয়াক ছাম, মারুনি, ছুটকি | সিকিম |
২১ | নংক্রেম, লাহো | মেঘালয় |
২২ | নটি, ক্যায়াং মালা | হিমাচল প্রদেশ |
২৩ | হোজাগিরি, মাসাক সুমানি, লেবাং ভূমানি, ঝুম, বিজু | ত্রিপুরা |
Download Section :
- File Name : ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য _ PDF – বাংলা কুইজ
- File Size : 03 MB
- Format : PDF
- No. of Pages : 02
- Language : Bengali
ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য ?
ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যের নৃত্য
কত্থক কোন রাজ্যের নৃত্য ?
কত্থক উত্তরপ্রদেশ রাজ্যের নৃত্য। তবে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যেও এর প্রচলন রয়েছে ।
মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য?
মোহিনীঅট্টম বা মোহিনীয়াট্টম দক্ষিণ ভারতের কেরল রাজ্যের একটি ধ্রুপদী নৃত্যশৈলী
কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে?
দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচিপুড়ি গ্রামে এই নাচের উৎপত্তি
গরবা নৃত্য প্রধানত কোথায় দেখা যায় ?
গুজরাটে
To check our latest Posts - Click Here