QuizQuiz

বাংলা কুইজ – সেট ২২

Bangla Quiz- Set 22

বাংলা কুইজ – সেট ২২

১. ক্লোরোফিলে কোন ধাতু থাকে?

উত্তর :
ম্যাগনেসিয়াম

২. পঞ্চমবেদ কাকে বলা হয়?

উত্তর :
মহাভারত

৩. “আরাম হারাম হ্যায়” – এই উক্তিটি কার?

উত্তর :
পণ্ডিত জহরলাল নেহেরু

৪. চেঙ্গিস খাঁ ছিলেন ইতিহাসে এক কুখ্যাত যোদ্ধা | “চেঙ্গিস” কথাটির আক্ষরিক অর্থ কি?

উত্তর :
অসীম শক্তিধর

৫. ইংরেজি ক্যালেন্ডারের কোন মাস একজন রোমান শাসকের নামে?

উত্তর :
জুলাই ( জুলিয়াস সীজার এর নামে )

৬. লিচু ফলের উৎপত্তি কোন দেশে?

উত্তর :
চীন

৭. তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ কি?

উত্তর :
সিংহ

৮. STD কোড অনুযায়ী ভারতের প্রথম শহর কোনটি?

উত্তর :
নিউ দিল্লী ( STD কোড ০১১)

৯. কোন শহরের ডাকনাম “The Big Apple” ?

উত্তর :
নিউ ইয়র্ক

১০. ১৯৩২ থেকে ১৯৪০ সাল পর্যন্ত ইংরেজী ডিকশেনারীতে প্রিন্টিং ভুলের জন্য একটি বিশেষ শব্দ ছাপানো হতো যার কোনো অর্থ ছিল না | এই শব্দটিকে “ভুতুড়ে শব্দ” বলা হতো | শব্দটি কি ?

উত্তর :
dord

 

আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১০ ]

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button