বাংলা কুইজ – সেট ১৭
প্রিয় পাঠকেরা,বাংলা কুইজ এর পক্ষ থেকে তোমাদের জন্য দেওয়া রইলো কুইজের ১০ টি প্রশ্ন ও উত্তর।
১. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি এবং সেটি কার লেখা?
২. শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস কবে?
৩. “Forge your Future” বইটি কার লেখা?
৪. শ্রীলঙ্কার জাতীয় খেলা কি?
৫. ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম “বুসেফালাস” যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছেন?
৬. আসফ খানের কন্যা অনজুমান বানু বেগম ইতিহাসে কি নাম বিখ্যাত?
৭. স্বাধীন ভারতের বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিলেন?
৮. আগেকার দিনে রানীরা বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত থাকতেন | এই দুর্দশার কথা ভেবে মহারাজা সাওয়াই প্রতাপ সিং বিখ্যাত স্থপতিকার লাল চাঁদ ওস্তাদ কে দিয়ে কোন বিখ্যাত সৌধ বানান?
৯. ১৫৮৩ সালে আকবর কর্তৃক প্রতিষ্ঠিত ভারতের কোন শহরের নামের অর্থ “ঈশ্বরের শহর” (“City of God”)?
১০. “Dalhousie…Through My Eyes” – বইটির লেখক কে?
আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ১৬ ]
To check our latest Posts - Click Here