QuizQuiz

বাংলা কুইজ – সেট ১৫

১. গুজরাটের রাজ্য ফুল কোনটি?

উত্তর :
গাঁদা

২. জম্মু ও কাশ্মীরের বিখ্যাত শালিমার বাগ কোন মুঘল সম্রাট তৈরী করেন?

উত্তর :
জাহাঙ্গীর

৩. ফেং সুই ( Feng Shui) কথাটির আক্ষরিক অর্থ কি?

উত্তর :
বাতাস – জল

৪. সবথেকে দুস্পাপ্য রক্তের গ্রুপ কোনটি?

উত্তর :
AB নেগেটিভ

৫. অটল বিহারি বাজপেয়ী কতবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন?

উত্তর :
৩ বার

৬. কোন শহর কে নীরব শহর বলা হয়?

উত্তর :
মদিনা

৭. বিখ্যাত বিগ বেন ঘড়িটি কোন শহরে অবস্থিত?

উত্তর :
লন্ডন

৮. কোন খেলায় একমাত্র ডান হাতের খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে?

উত্তর :
পোলো

৯. “A Brief History of Time” – বইটি কার লেখা?

উত্তর :
স্টিফেন হকিন্স

১০. টাইটানিক জাহাজটি তার যাত্রার কততম দিনে ডুবে যায়?

উত্তর :
তৃতীয় দিনে ডোবা শুরু হয়, চতুর্থ দিনে সকালে ডুবে পুরোপুরি ডুবে যায়

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

Back to top button