Bengali MythologyQuiz
বাংলা মিথোলজি – সেট ৪
১. শনিদেবের পত্নীর নাম কি ছিল?
উত্তর :
ধামিনী
২. কৌরবদের ১০০ জন ভাই ও একজন বোন ছিল | বোনটির নাম কি ?
উত্তর :
দুশলা
৩. অভিমন্যুর ছেলের নাম কি ?
উত্তর :
পরীক্ষিত
৪. পরীক্ষিত মাতৃগর্ভে থাকা অবস্থায় কে ব্রহ্মাস্ত্র দ্বারা তাঁকে আঘাত করেছিল?
উত্তর :
অশ্বত্থামা
৫. কে পরীক্ষিতকে ব্রহ্মাস্ত্রের হাত থেকে রক্ষা করেছিলেন?
উত্তর :
শ্রীকৃষ্ণ
৬. নবগ্রহের মধ্যে মঙ্গলকে কেন “লোহিতাঙ্গ মঙ্গল” বলা হয়?
উত্তর :
মহাদেবের ত্রিনেত্রের ক্রোধাগ্নি থেকে লাল বর্ণের এক শিশুর জন্ম হয় | লাল বর্ণের হওয়ার জন্য তাকে “লোহিতাঙ্গ মঙ্গল” ( The Red Planet ) বলা হয়
৭. শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি?
উত্তর :
পাঞ্চজন্য
৮. অভিমন্যুর মাতার নাম কি?
উত্তর :
সুভদ্রা
৯. অভিমন্যুর পত্নীর নাম কি?
উত্তর :
উত্তরা
১০. অজ্ঞাতবাস চলাকালীন পাণ্ডবরা কোন রাজ্য বা কোন রাজার কাছে আত্মগোপন করেছিলেন?
উত্তর :
বিরাট রাজা বা বিরাট রাজ্য
To check our latest Posts - Click Here