১. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?
উত্তর :
প্রফুল্ল চন্দ্র ঘোষ
২. আন্তর্জাতিক বিচারালয়ে (International Court of Justice ) কতগুলি বিচারক থাকেন?
উত্তর :
১৫
৩. ভারতের সংবিধান অনুযায়ী কার স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে ?
উত্তর :
রাজ্যপাল
৪. কে অরবিন্দ ঘোষকে “স্বদেশিকতার ধর্মগুরু” আখ্যা দেন?
উত্তর :
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫. ভারতের কোন রাজ্যে নারকেল গাছকে স্টেট ট্রি আখ্যা দেওয়া হয়েছে?
উত্তর :
গোয়া
৬. মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর :
কাকাবোরাজি
৭. “To India – My Native Land ” – এই বিখ্যাত কবিতাটির রচয়িতা কে ?
উত্তর :
ডিরোজিও
৮. “The Black Death ” কোন রোগ কে বলা হয় ?
উত্তর :
প্লেগ
৯. কোন গাছের কাঠকে সজারু কাঠ বলা হয়?
উত্তর :
নারকেল
১০. হৃদপেশী ক্লান্ত হয় না কেন?
উত্তর :
প্রচুর পরিমানে মাইট্রকনড্রিয়া থাকার জন্য
To check our latest Posts - Click Here