১. আকাশবাণীর নামকরণ কে করেন?
উত্তর :
রবীন্দ্রনাথ ঠাকুর
২. পৃথিবীর শেষ পুরুষ সাদা একশৃঙ্গ গন্ডারের নাম কি ছিল?
উত্তর :
সুদান
৩. কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়?
উত্তর :
গগনেন্দ্রনাথ
৪. “A Grammar of the Bengal Language” – বইটির বাংলা অক্ষরগুলির ছাঁচ কে তৈরী করেন?
উত্তর :
চার্লস উইলকিন্স
৫. লোকসভার কতগুলি আসন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বরাদ্দ?
উত্তর :
২০ টি
৬. দিল্লির কোন সুলতান মৃত্যুদণ্ড বা সিয়াসত তুলে দেন?
উত্তর :
ফিরোজ শাহ তুঘলক
৭. লা লা ল্যান্ড একটি বিখ্যাত অস্কার জেতা চলচিত্র, আবার লা লা ল্যান্ড একটি শহরের ডাক নাম | শহরটির আসল নাম কি ?
উত্তর :
লস এঞ্জেলেস
৮. প্ল্যাটিনাম দ্বারা হাইড্রোজেনের শোষণ কে কি বলে?
উত্তর :
অন্তর্ধিতি
৯. পন্ডিচেরী ভারতের একটি কেন্দ্র শাসিত অঞ্চল | পন্ডিচেরী শব্দটির অর্থ কি?
উত্তর :
নতুন শহর ( New Town )
১০. আফগানিস্তান কোন বছর SAARC এর সদস্যপদ পেয়েছিলো?
উত্তর :
২০০৭
To check our latest Posts - Click Here