Bengali MythologyQuiz

বাংলা মিথোলজি – সেট ৩

১. বুধ কার পুত্র ছিলেন?

উত্তর :
চন্দ্রের

২. অসুর গুরু শুক্রাচার্য্যের আসল নাম কি ছিল?

উত্তর :
ঋষি উষানা

৩. শ্রী বিষ্ণুর বাসস্থান বৈকুন্ঠধাম | সেখানকার দ্বার রক্ষক কারা ছিলেন?

উত্তর :
জয় ও বিজয়

৪. জয় ও বিজয় সত্যযুগে কি অবতারে জন্মেছিলেন?

উত্তর :
দুই রাক্ষস ভ্রাতা – হিরোনাক্স ও হিরণ্যকশিপু

৫. শ্রী হনুমানের পুত্রের নাম কি?

উত্তর :
মকরধ্বজ

৬. চিত্রাঙ্গদা কার পত্নী ছিলেন?

উত্তর :
অর্জুন

৭, অর্জুনের সাথে এক নাগ কন্যার বিবাহ হয়েছিল | তাঁর নাম কি ?

উত্তর :
উলুপী

৮. কুরুক্ষেত্রে অর্জুনের সাথে যুদ্ধ চলাকালীন কর্ণ কার অভিশাপের জন্য সব যুদ্ধ বিদ্যা ভুলতে শুরু করে?

উত্তর :
কর্ণের অস্ত্রগুরু পরশুরামের অভিশাপের জন্য

৯. সহস্রলোচন কাকে বলা হয়?

উত্তর :
ইন্দ্রকে ( পুরাণমতে ইন্দ্রের সহস্র চোখ বা লোচন ছিল )

১০. শনি দেবের পিতা ও মাতার নাম কি ?

উত্তর :
পিতা সূর্যদেব, মাতা ছায়া

To check our latest Posts - Click Here

Telegram

Pritam Karmakar

Quiz and GK enthusiast , Active author of the Mythological section of BangalQuiz.in

Related Articles

Back to top button