১. পেশীর ক্লান্তির জন্য দায়ী পদার্থটির নাম কি?
উত্তর :
ল্যাকটিক অ্যাসিড
২. বল্লালসেনের গুরু কে ছিলেন?
উত্তর :
অনিরুদ্ধ
৩. দিল্লির কোন সুলতান দাস কেনাবেচা বন্ধ করেছিলেন?
উত্তর :
ফিরোজ শাহ তুঘলক
৪. বিশ্বের প্রথম রোবট হিসেবে কে নাগরিকত্ব পেলো?
উত্তর :
সোফিয়া
৫. তাঁতিয়া টোপীর প্রকৃত নাম কি ছিল?
উত্তর :
রামচন্দ্র পানডুরঙ্গ
৬. ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈয়ের স্বামী তথা ঝাঁসির মহারাজার নাম কি ছিল?
উত্তর :
গঙ্গাধর রাও
৭. মাউন্ট এভারেস্ট নেপালে কি নাম পরিচিত?
উত্তর :
সাগরমাথা
৮. “ভূত পেত্নীর দেশ” চিত্রকলার শিল্পী কে?
উত্তর :
অবনীন্দ্রনাথ ঠাকুর
৯. বাংলার নানাসাহেব নাম কে পরিচিত?
উত্তর :
রামরতন মল্লিক
১০. কত সালে ৫০ পয়সার কয়েন তৈরী বন্ধ হয়?
উত্তর :
২০১২
To check our latest Posts - Click Here