Bengali MythologyQuiz

বাংলা মিথোলজি – সেট ১

১. ব্যাসদেবের সম্পূর্ণ নাম কি ছিল?

উত্তর :
শ্রীকৃষ্ণ দ্বৈপায়ণ বেদ ব্যাস

২. কর্ণের পালিত পিতা মাতা কারা ছিলেন?

উত্তর :
পিতা – অধিরথ , মাতা – রাধা

৩. কর্ণের অপর নাম “রাধে” ছিল কেন?

উত্তর :
পালিত মায়ের নাম রাধা হবার কারণে

৪. কর্ণের অস্ত্রগুরুর নাম কি ছিল?

উত্তর :
পরশুরাম

৫. ভীষ্মের অস্ত্রগুরুর নাম কি ছিল?

উত্তর :
পরশুরাম

৬. শ্রীকৃষ্ণ এবং দুর্যোধনের মধ্যে কি ধরণের আত্মীয়তা ছিল?

উত্তর :
শ্রীকৃষ্ণের ছেলের সাথে দুর্যোধনের মেয়ের বিবাহ হয়েছিল

৭. বাল্মীকির রামায়ণ অনুযায়ী কতজন রাবণ ছিল?

উত্তর :
৪ জন ( রাবণ , মহিরাবণ , অহিরাবণ , সহস্র রাবণ)

৮. সহস্র রাবণকে বধ কে করেন?

উত্তর :
সীতা

৯. মহিরাবণ ও অহিরাবণ কে বধ কে করেন?

উত্তর :
শ্রী হনুমান

১০. সীতা শ্রীরামের সাথে বিচ্ছেদের পর কোন মুনির আশ্রমে আশ্রিত ছিলেন?

উত্তর :
বাল্মীকি মুনি

১১. বাল্মীকি মুনির আশ্রমে সীতার ছদ্মনাম কি ছিল?

উত্তর :
ভূমিজা

To check our latest Posts - Click Here

Telegram

Pritam Karmakar

Quiz and GK enthusiast , Active author of the Mythological section of BangalQuiz.in

Related Articles

দেখে নাও
Close
Back to top button