বাংলা কুইজ – সেট ২
১. তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ?
উত্তর :
কে. চন্দ্রশেখর রাও
২. ম্যাপেল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক ?
উত্তর :
ক্যানাডা
৩. “জয় জওয়ান, জয় কিষান ” – এই উক্তিটি কার ?
উত্তর :
লালবাহাদুর শাস্ত্রী
৪. বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর :
প্রফুল্লচন্দ্র রায়
৫. সিপাহী বিদ্রোহ ( ১৮৫৭) কে “স্বাধীনতার প্রথম যুদ্ধ” বলেছিলেন?
উত্তর :
বীর সাভারকার
৬. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে দেখা যায়?
উত্তর :
কাবেরী
৭. কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন?
উত্তর :
রাকেশ শর্মা
৮. কোন ধরণের কয়লার তাপনমূল্য সব থেকে বেশি?
উত্তর :
এনথ্রাসাইট
৯. পাকা পেঁপের হলুদ রং হয় কিসের উপস্থিতির কারণে?
উত্তর :
ক্যারোটিন
১০. কঠিন আয়োডিন এর রং কি ?
উত্তর :
কালচে বেগুনি ( Blackish-Purple)
আরো দেখে নাও :
বাংলা কুইজ – সেট ১
বাংলা কুইজ – সেট ৩
To check our latest Posts - Click Here
Great Post